۲۹ شهریور ۱۴۰۳ |۱۵ ربیع‌الاول ۱۴۴۶ | Sep 19, 2024
আফগানিস্তানে দায়েশ জঙ্গি গোষ্ঠীর হামলায় কারবালা ফেরত ১৬ শিয়া নিহত
বন্দুক হাতে দায়েশ জঙ্গি গোষ্ঠী (আইএসআইস)

হাওজা / বৃহস্পতিবার রাতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অনুসারীরা চরমপন্থীদের টার্গেটে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) হামলার দায় স্বীকারের পর শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তালেবান এ তথ্য জানিয়েছে।

আফগান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দায়কুন্দি ও ঘোর প্রদেশের সীমান্তবর্তী কারিয়ুদাল এলাকায় এ হামলা চালানো হয়। আফগানিস্তানের জাতিগত সংখ্যালঘু শিয়ারা এই হামলার লক্ষ্যবস্তু ছিল। আফগানিস্তানের তালেবান শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসা ‘ইসলামিক স্টেট’ প্রায়ই সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে হামলা চালাচ্ছে।

খবরে বলা হয়েছে, ইরাকের কারবালায় আরবাইনের তীর্থযাত্রা থেকে ফিরে আসা শিয়া সম্প্রদায়ের ওপর ওপর আইএসআইএস হামলা চালায়। তারা ছবি তোলার নামে হতাহতদের বহনকারী বাসটি থামায় এবং তারপর গুলি চালায়।

উল্লেখ্য, ইসলামিক স্টেটের এশিয়া শাখা, ইসলামিক স্টেট অফ খোরাসান প্রভিন্স (আইএসকেপি) আফগানিস্তান এবং প্রতিবেশী দেশগুলোতে সক্রিয়। আইএসকেপি আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আইএসকেপি এবং এর মূল সংস্থা আইএসআইএস আফগানিস্তানে তালেবানের খিলাফতকে প্রত্যাখ্যান করে।

تبصرہ ارسال

You are replying to: .